ঢাকা | বঙ্গাব্দ

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 21-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 76702 জন
শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন: শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বিক্ষোভ
ad728



শরীয়তপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে শরীয়তপুর জেলা কৃষক দলের উদ্যোগে শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি হাজী বিএম হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা কৃষক দলের সহ সভাপতি আলী আজগর কাজী, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌকিদার, শরীয়তপুর সদর উপজেলার সভাপতি বাবুল খান (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নলী, শরীয়তপুর পৌরসভার যুগ্ম আহবায়ক ফরিদ মোল্লা, জেলা কৃষক দল নেতা মহসিন সরদার, নড়িয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ফকির, গোসাইরহাট উপজেলার সভাপতি বাকী বিল্লাহ, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, কৃষক দল নেতা শুকুর, হাফি চৌকিদার, খোকন বেপারী প্রমূখ।


এসময় উপস্থিত ছিলেন, কৃষকদলের জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী।


অনুষ্ঠানে বিএম হারুন অর রশিদ বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ের দায়ের করা একটি মামলায় আদালতের প্রতি সম্মান জানিয়ে হাজিরা দিতে গেলে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলকে কারাগারে পাঠানো হয়। অবিলম্বে এই নেতার মুক্তি দেওয়া না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান