স্টাফ রিপোর্টার,মাদারীপুর :
আগামী নির্বাচনে জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে হতাহতের পরিবারে পাশে তারেক রহমান থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার। তিনি বলেন, স্বেরাচার সরকার ক্ষমতায় থাকতে দলের অসংখ্য নেতাকর্মীদের গুম-খুন করেছে। সেই গুমের তালিকায় ছিল কেন্দ্রীয় বিএনপির এই নেতার নামও।
শনিবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির আয়োজিত জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্বরণে ও আহতদের দ্রুত সুস্থতায় কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তালুকদার খোকন আরো বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেক পবিবার দেশের সম্পদ। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে শহদীদরা যে ভুমিকা দেখিয়ে তারা শ্রেষ্ঠ সন্তান হিসেবে সারাজীবন সবার হৃদয়ে থাকবে।
দোয়া মাহফিলে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা স্বজন হারানোর বিচার চান। পাশাপাশি নানানভাবে হয়রানি বন্ধে সরকারকে পাশে থাকার আহবান জানান।
ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক ইসমাইল হাওলাদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খানসহ অনেকেই।