ঢাকা | বঙ্গাব্দ

শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশু নিহত আহত ২০,

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস খাদে পরে সোহেল নামে (৩) মাস বয়সের এক শিশু নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
  • আপলোড তারিখঃ 07-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 43832 জন
শেরপুরে যাত্রীবাহী বাস  উল্টে  শিশু নিহত আহত ২০, ছবির ক্যাপশন: উল্টে যাওয়া বাস
ad728

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের  ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস খাদে পরে সোহেল নামে (৩) মাস বয়সের এক শিশু নিহত ও   ২০ জন যাত্রী   আহত হয়েছে। বৃহস্পতিবার  (৭ আগস্ট)  দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,আকাশ বিকাশ’ পরিবহনের ওই বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে শেরপুর থেকে ঝিনাইগাতীতে আসছিল। দুপুর ১২ টার দিকে খৈলকুড়া এলাকায় পৌঁছালে  চালক নিয়ন্ত্রণ হারিয়ে  বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এসময় বাসের ২০ যাত্রী আহত হয়। নিখোঁজ হয় ৩ মাস বয়সের শিশু সোহেল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করা সম্ভব হলেও শিশু সোহেল নিখোঁজ ছিল।  খোঁজাখুজির ৩ ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশু সোহেলের মৃতদেহ উদ্ধার করে। সোহেল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহতদের সকলের বাড়ি ঝিনাইগাতীতে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আল আমিন বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।     







নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।