ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে শতাধিক গ্রামে রবিবার ঈদ

চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাসমূহের শতাধিক গ্রামে রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
  • আপলোড তারিখঃ 29-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19985 জন
চট্টগ্রামে শতাধিক গ্রামে রবিবার ঈদ ছবির ক্যাপশন: ছবি :- সংগ্রহীত
ad728

আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:  চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাসমূহের শতাধিক গ্রামে রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাযহাবের নির্দেশনা অনুসারে ঈদ পালন করেন।

মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রায় দুই শতাব্দী ধরে বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও চন্দ্র মাসের অন্যান্য ধর্মীয় বিধান পালন করে আসছেন।

দরবার শরীফের থেকে জানা গেছে, ঈদের প্রধান জামায়াত মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে অনুষ্ঠিত হবে।দরবারে বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাগীর তাজুল আরেফীনের তত্ত্বাবধানে উনার জানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করবেন।

দরবার সূত্র অনুযায়ী, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা, ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, নোয়াখালী, বরিশাল, চুয়াডাঙ্গা, ভোলা, মিরশরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়িসহ বহু এলাকায় দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করবেন।

এছাড়া, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় বসবাসরতর এই দরবারের অনুসারীরা একইদিনে ঈদ উদযাপন করবেন।

দরবার শরীফের প্রতিনিধি মোহাম্মদ মছউদুর রহমান জানান, “আমরা হানাফি মাযহাবের অনুসারী হিসেবে চাঁদের দর্শন, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মক্কা-মদিনাসহ বিভিন্ন দেশের চাঁদ দেখার প্রতিবেদন বিবেচনায় নিয়ে আগামীকাল রবিবার ঈদুল ফিতর উদযাপন করব, ইনশাআল্লাহ।”


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার