ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নুরুল হক শিপুর বিরুদ্ধে সিলেটে হয়রানিমূলক জিডির নিন্দা ও প্রতিবাদ

সম্প্রতি বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্যে নিবন্ধিত জনপ্রিয় অনলাইন রানার টিভির রিপোর্টার, দৈনিক আমাদের সময়ের সাবেক সিলেট জেলা প্রতিনিধি, আলোচিত ক্রাইম রিপোর্টার নুরুল হক শিপুর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মিথ্যা ভিত্তিহীন সাধারণ ডায়েরি করে সামাজিকভাবে মান ও মানসিক হয়রানির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন-বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।
  • আপলোড তারিখঃ 22-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14675 জন
যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নুরুল হক শিপুর বিরুদ্ধে  সিলেটে হয়রানিমূলক জিডির নিন্দা ও প্রতিবাদ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



স্টাফ রিপোর্টার:

সম্প্রতি বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্যে নিবন্ধিত জনপ্রিয় অনলাইন রানার টিভির রিপোর্টার, দৈনিক আমাদের সময়ের সাবেক সিলেট জেলা প্রতিনিধি, আলোচিত ক্রাইম রিপোর্টার নুরুল হক শিপুর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মিথ্যা ভিত্তিহীন সাধারণ ডায়েরি করে সামাজিকভাবে মান ও মানসিক হয়রানির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন-বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।  


বুধবার (২২ অক্টোবর) সকালে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।


নেতৃদ্বয় বলেন, সাংবাদিকেরা সঠিক তথ্য উপাত্ত ছাড়া কখনো কোনো নিউজ করেন না। নুরুল হক শিপু দীর্ঘদিন থেকে সুনামের সাথে সিলেটে সাংবাদিকতা করেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক আমাদের সময়ের সিলেট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

এছাড়াও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্য যাওয়ার আগ পর্যন্ত সিলেটের অনেক চাঞ্চল্যকর ঘটনার প্রতিবেদন করে দেশব্যাপি আলোচিত

হয়েছেন।  


নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক শিপু প্রায় সাড়ে তিন বছর যাবৎ যুক্তরাজ্যে নিবন্ধিত জনপ্রিয় অনলাইন রানার টিভির রিপোর্টার হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি সঠিক তথ্য ও উপাত্তের ওপর ভিত্তি করে হুমায়ুন কবির নামে এক বৃটিশ

বাংলাদেশীর জমি দখলের নিউজ রানার টিভিতে প্রচার করেন। এতে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাত আজিম আদনান ক্ষুদ্ধ হয়ে সাংবাদিক নুরুল হক শিপু সহ ৩ জনের নামে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় একটি সাধারণ

ডায়েরী (জিডি) করেন।


বিপিজেএফ, একজন পেশাদার সাহসী সাংবাদিককে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এ

ঘটনার সুষ্ঠু সমাধান না হয়, তাহলে বাংলাদেশের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।





নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত