ঢাকা | বঙ্গাব্দ

মইজ্জ্যার টেকের পশুর হাটে উট দেখতে ভিড়

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যার টেক সিডিএ আবাসিক মাঠের গরুর হাটে এসেছে ৩টি উট। যশোরের বেনাপোল ফিরোজ-মামুন ডেইরি ফার্ম থেকে গত বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টার দিকে নিয়ে আসা হয় উটগুলো।
  • আপলোড তারিখঃ 31-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 148100 জন
মইজ্জ্যার টেকের পশুর হাটে উট দেখতে ভিড় ছবির ক্যাপশন: মইজ্জ্যার টেক হাটে উট
ad728


আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যার টেক সিডিএ আবাসিক মাঠের গরুর হাটে এসেছে ৩টি উট। যশোরের বেনাপোল ফিরোজ-মামুন ডেইরি ফার্ম থেকে গত বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টার দিকে নিয়ে আসা হয় উটগুলো।


হাটে কোরবানির গরু কিনতে আসা ক্রেতারা ভিড় জমাচ্ছেন উটগুলো দেখতে। প্রতিটি উটের দাম চাওয়া হয়েছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা।

শুক্রবার (৩০ মে) রাত পর্যন্ত উটগুলোর কোনো ক্রেতা মিলেনি।

ডেইরি ফার্মের প্রতিনিধি মন্টু হোসেন জানান,এই হাটে প্রতিবছর দেড় শতাধিক গরু নিয়ে আসি।এবারই প্রথমবারের মত উট নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতের দুই'শ গরু আসছে।

উটগুলোর প্রতিটা উটের ওজন ১৫ মণ, উচ্চতা ১২ থেকে ১৫ ফুট। ডেইরি ফার্ম থেকে ঢাকার এক ব্যবসায়ী ৩০ লাখ টাকায় একটি উট কিনেছেন।  

তিনি আরও বলেন, দুই বছর আগে ২১-২২ লাখ টাকায় ঢাকা থেকে উটগুলো কেনা হয়। প্রতিদিন ছোলা, ভুট্টা, গম, বুটের খোসা, মশুর ডাল, ছোলা, গম ও কাঁচা ঘাস খাওয়ানো হয়। উটগুলোকে প্রতিদিন সকালে গোসল করানো হয়। ক্রেতারা দেখার জন্য আসছেন, দাম জানতে চাইছেন।


গরুর হাটের ইজারাদার জসিম উদ্দীন জুয়েল জানান, মইজ্জ্যার টেক বাজার শুধু গরুর বাজার নয়- এটি কোরবানির পশু কেনার জন্য আকর্ষণীয় বাজার। এবার নতুন করে উট আসায় এ বাজারের আকর্ষণ বেড়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান