ঢাকা | বঙ্গাব্দ

অ্যাড. মুনিরা আক্তার শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য মনোনীত

শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন, শরীয়তপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী, শরীয়তপুর জজ কোর্টের এপিপি, সমাজ সেবিকা ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মোসা. মুনিরা আক্তার।
  • আপলোড তারিখঃ 03-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 65588 জন
অ্যাড. মুনিরা আক্তার শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য মনোনীত ছবির ক্যাপশন: অ্যাড. মুনিরা আক্তার
ad728



শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন, শরীয়তপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী, শরীয়তপুর জজ কোর্টের এপিপি, সমাজ সেবিকা ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মোসা. মুনিরা আক্তার। 


এদিকে, অ্যাড. মুনিরা আক্তার শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


অন্যদিকে, তাকেও আইনজীবীগণ সহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


জানা গেছে, অ্যাড. মুনিরা আক্তার এর স্বামী ভিপি রুহুল আমিন মুন্সী শরীয়তপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং  শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। 


উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শরীয়তপুর জেলা বার ইউনিট এর ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট মৃধা নজরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ কমিটির অনুমোদন করেন।


 এ কমিটির নেতৃবৃন্দরা হলেন; আহবায়ক অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ঢালী, সদস্য সচিব অ্যাডভোকেট মো. মৃধা নজরুল কবির, সদস্য অ্যাডভোকে মো. জাহাঙ্গীর আলম কাশেম, অ্যাডভোকেট মো. হেলাল উদ্দীন আখন্দ, অ্যাডভোকেট মো. মোসলেম খান, অ্যাডভোকেট মো, শাহাদৎ হোসেন, অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট মো. বি. এম. মনোয়ার, অ্যাডভোকেট মো. সেলিম আহম্মেদ, অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন মোল্যা, অ্যাডভোকেট মো. রুবায়েত আনোয়ার মনির, অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান স্বপন, অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মোসা. মুনিরা আক্তার, অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ, অ্যাডভোকেট মো. রুহুল আমীন, অ্যাডভোকেট মো. এনামুল হক এনাম, অ্যাডভোকেট মো. নুরুজ্জামান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত