ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে জামায়াত শিবিরের অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ 13-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19096 জন
কটিয়াদীতে জামায়াত শিবিরের অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপির আয়োজনে দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘জামায়াত-শিবিরের অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা এবং পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। 
রবিবার বিকেলে বিএনপির নেতৃবৃন্দ কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে জামায়াত শিবিরের বিরুদ্ধে ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় এমন নানা স্লোগান দেওয়া হয়। 
মিছিলে নেতৃত্ব দেয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সিনিয়র যগ্ন সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ন সাধারন সম্পাদক সামসুল হক চান মিয়া মাস্টার, সহ-প্রচার সম্পাদক আঃ আজিজ প্রিন্স, উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুল আলম মাসুদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু নায়েম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক মোঃ সাইদুর রহমান প্রমুখ।
মিছিল শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, জামায়াত শিবির দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ওপ্রতিবাদ জানান। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, আগামীদিন তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ইতিমধ্যে জামায়াত শিবিরসহ একটি চক্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত