ঢাকা | বঙ্গাব্দ

ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির ১১ উপ–কমিটি গঠন

নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার কার্যকরী কমিটির এক সভা রোববার রাতে (১০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন ও অন্যান্য কাজের জন্য ১১টি উপ–কমিটি গঠন করা হয়।
  • আপলোড তারিখঃ 11-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 86525 জন
ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির ১১ উপ–কমিটি গঠন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির ১১ উপ–কমিটি গঠন 


লায়ন মুহাম্মদ কামাল হোসেন, (বিশেষ প্রতিনিধি ):


নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার কার্যকরী কমিটির এক সভা রোববার রাতে (১০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন ও অন্যান্য কাজের জন্য ১১টি উপ–কমিটি গঠন করা হয়। 


সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মো. শাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। সমিতির অন্যতম নির্বাচন কমিশনার প্রিন্সিপাল এম. এ মোনায়েম-সহ সভায় ১১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। 


সদ্য প্রয়াত নাসিরনগরের চাতলপাড়ের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়। প্রয়াত অধ্যাপক জাহাঙ্গীর আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সমিতির কার্যনির্বাহী সদস্য সাদেক মোল্লা। 


পরে সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যরা পরস্পর পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া প্রয়াত অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের স্মরণ ও দোয়া মাহফিল ঢাবিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। 


আলোচ্যসূচি অনুযায়ী, সভায় নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদ গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সাধারণ সদস্য সংগ্রহ অভিযান চালানোর ব্যাপারেও একমত হয় কার্যনির্বাহী কমিটি। 

 

নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার নবগঠিত উপ–কমিটিগুলোতে স্থায়ী কার্যালয় স্থাপন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সৈয়দ সাফিন আহমেদ ও সদস্যসচিব কামরুল হাসান বাবু। আইনি সহায়তা ও ন্যায়বিচার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এম. আমিনুল ইসলাম মনির ও সদস্যসচিব মুসলিম উদ্দিন চৌধুরী (সোহাগ)। আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নূরে আলম খোকন আহ্বায়ক ও সদস্যসচিব আলী আশরাফ মোল্লা রাজীব। পেশাজীবি তালিকা প্রণয়ন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ শাহনুল করিম সেলিম ও সদস্যসচিব মো. আবুল হাসান চৌধুরী, সাধারণ সদস্য ও আজীবন/দাতা সদস্য সংগ্রহ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক সৈয়দ সাফাৎ মোর্শেদ শুভ ও সদস্যসচিব মো. নাসির উদ্দিন (নাসির)। স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া ও সদস্যসচিব ডা. মাসুক আল মারজান মারুফ। যুবকল্যাণ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম আঙ্গুর ও সদস্যসচিব মোহন মোল্লা। অর্থ উপকমিটির আহ্বায়ক খন্দকার কাউছার মিয়া ও সদস্যসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম রিয়াদ। অনুষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আবু কাওছার ভূঁইয়া ও সদস্যসচিব আলী আশফাক রবিন। শিক্ষা ও উপবৃত্তি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম পারভেজ ও সদস্যসচিব মো. জিয়াউল করিম সুহেল। ছাত্রকল্যাণ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম চৌধুরী ও সদস্যসচিব হাফিজুর রহমান খান শিবলী।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান