অষ্টগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অদিদপ্তরের যৌথ উদ্যোগে এ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়।
যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ শেষে শপথ পাঠ করান অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জহিরুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ আব্দুল জলিল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আশরাফুল আলম, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।