ঢাকা | বঙ্গাব্দ

জুলাই জাগরণে চট্টগ্রামে ছাত্রশিবিরের র‍্যালি

গত বছর(২০২৪)এর ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মাণ” শীর্ষক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 214 জন
জুলাই জাগরণে চট্টগ্রামে ছাত্রশিবিরের র‍্যালি ছবির ক্যাপশন: ছাত্রশিবিরের র‍্যালি
ad728




আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

গত বছর(২০২৪)এর ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মাণ” শীর্ষক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 


আজ(৫আগষ্ট) মঙ্গলবার চট্টগ্রামে সকাল ১০টা ৩০ মিনিটে বহদ্দারহাট মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি মুরাদপুর হয়ে ২ নম্বর গেইট এলাকায় গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।


এ সময়ে র‍্যালিটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন পাটোয়ারী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর শাখার সভাপতি তানজীর হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তব্যে আব্দুল মোহাইমিন পাটোয়ারী বলেন,

“জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও আজও সেই সময় দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। বরং গণহত্যার আসামিরা জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত বিচার দাবি করছি এবং বিচার বিভাগের কাঠামোগত সংস্কারের আহ্বান জানাচ্ছি।”


তিনি বক্তব্যে জানান,“বর্তমান সরকারে থেকেও কেউ কেউ আন্দোলনের শরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। এই অপপ্রয়াস শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছু নয়। নতুন বাংলাদেশে বেঈমানদের কোনো জায়গা নেই।”


বিশেষ অতিথির বক্তব্যে মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন,“এই দিনে আমাদের অনুভূতি আনন্দ ও বেদনায় মিশ্রিত। গত বছর আজকের দিনে মেডিকেল মর্গগুলো লাশে পরিপূর্ণ ছিল, আর একই দিনে কুখ্যাত স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। অথচ আজ কিছু রাজনৈতিক শক্তি আন্দোলনের ভূমিকা অস্বীকার করছে—আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”


চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন,“৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ আমরা ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছি। এই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের পূর্ণ স্বীকৃতি এবং পুনর্বাসনের বিষয়টি অন্তর্ভুক্ত না হলে জাতি আবারও একটি নতুন অভ্যুত্থানের দিকে ধাবিত হবে।”



এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হকসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অষ্টগ্রাম উপজেলা বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত