গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যবসা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মোঃ আশরাফুল ইসলাম (২৭) নামে এক ডেকোরেটর ও পোল্ট্রির ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মোঃ আশরাফুল ইসলাম লামকাইন গ্রামে সরকার বাড়ির মোঃ কামাল উদ্দিনের ছেলে।
লামকাইন গ্রামের বাসিন্দা সাংবাদিক নূরুল হক লিমন বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যবসায়ী আশরাফুল ইসলাম লামকাইন নতুন বাজারে ডেকোরেটর ও পোল্ট্রির ব্যবসা করেন। প্রতিদিনের মতো দুপুর ৩টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। বাড়ির মসজিদ সংলগ্ন পৌঁছার মাত্রই হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই আশরাফুল মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, লামকাইন গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। বাজার থেকে বাড়ি আসার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।