ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে উলামা সমিতির ত্রি-বার্ষিক ৫ম কেন্দ্রীয় কাউন্সিলর অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও উলামা সমিতি (গউস) ত্রি-বার্ষিক ৫ম কেন্দ্রীয় কাউন্সিল- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 16-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20925 জন
গফরগাঁওয়ে উলামা সমিতির ত্রি-বার্ষিক ৫ম কেন্দ্রীয় কাউন্সিলর অনুষ্ঠিত ছবির ক্যাপশন: উলামা সমিতির ত্রি-বার্ষিক ৫ম কেন্দ্রীয় কাউন্সিলর অনুষ্ঠান
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

 ময়মনসিংহের গফরগাঁও উলামা সমিতি (গউস) ত্রি-বার্ষিক ৫ম কেন্দ্রীয় কাউন্সিল- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী উপজেলার শিলাসী আব্দুল কাদের কমিউনিটি সেন্টারের গফরগাঁও উলামা সমিতির আয়োজনে সংগঠনের মজলিসে শুরা'র সভাপতি আল্লামা এমদাদুল্লাহ দা. বা. এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, বিশ্বক্বারী মাওলানা হাবীবুল্লাহ বেলালী, মাসিক মদীনায় সম্পাদক আহমদ বদরুদ্দিন খান ও ইলিয়াস আহমেদ ফরাজি প্রমুখ।


কাউন্সিলে ব্যালট পেপারে মাধ্যমে গোপন ভোটে হাফেজ মোঃ নূরুল ইসলামকে সভাপতি, মাওলানা মাহমুদুল হাসান সালমানীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মাহাদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী গফরগাঁও উলামা সমিতি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।


ত্রি-বার্ষিক কাউন্সিলের গফরগাঁও  উপজেলা, পাগলা থানা, পৌর এলাকার ও ইউনিয়নের আলেম- উলামাসহ ইমামগণ বক্তব্য রাখেন।


সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গফরগাঁও উলামা সমিতির সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন আসাদী ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হুসাইন।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত