আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে ভয়াবহ এক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) আনুমানিক বিকেল ৩টার দিকে উত্তর সরল নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তর সরল এলাকার জাফর আহমদের ছেলে দেলোয়ার হোসেন লবণের মাঠ হতে ফেরার পথে তাকে আটকে মারধর করে আওয়ামী লীগ-সমর্থিত একটি পক্ষ, যাদের সঙ্গে লবণ মাঠ নিয়ে পূর্ব বিরোধ রয়েছে।এই মারধরের খবর পেয়ে দেলোয়ারের সমর্থকরা ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং একপর্যায়ে গুলিবর্ষণ শুরু হয়।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ মোহাম্মদ ফোরকান (৩০), মোহাম্মদ মাহিম (১৮), আজিজুর রহমান (৫০), নুর হোসেন (৩৭), মোহাম্মদ দেলোয়ার (৩৮), শাহজাহান (৩০), মোহাম্মদ রুবেল (৩১), জমির উদ্দীন (৫০) ও আবদুল করিম (৪৫) কে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত অন্যান্য ব্যক্তিরা হলেন মাহিন (১৬), শাকিল (২০), রাকিব (২০), রোকমান (২৪), আনি (২৭), সৈয়দ নূর (৪৫), নয়ন (১৯), শাহাব উদ্দীন (৩২), ইউনুস (৫০), ফারবেছ (২৩), রাশেদ (২৩), হাবিব (২৪), শাকিব (২৪), আবদুল আলিম (৪৫), তৈয়ব (৫২), আবু তালেব (৬০), ফরিদ (৫২) প্রমুখ।
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন মোহাম্মদ মাহিম জানিয়েছে, আমরা দেলোয়ারকে উদ্ধার করতে গেলে আমাদের ওপর অতর্কিতে হামলা ও গুলিবর্ষণ চালানো হয়। হামলাকারীরা সবাই আওয়ামী লীগ নেতাদের অনুসারী।
সংঘর্ষের বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, “সরল ইউনিয়নে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে লবণের মাঠ নিয়ে বিরোধ চলছিল। আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছি।পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।”