খাগড়াছড়ি প্রতিনিধি।।"তারুণ্যের অংশগ্রহণ,খেলাধুলার মানোন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার(০৬এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ভাঙ্গাব্রিজ হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফেরদৌসী বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. হারুন-অর রশিদ(জুয়েল)।
এ সময় বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা,জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী,
জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন,ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।