ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত : উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেছেন, সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্র ও সুশাসনের জন্য বিপজ্জনক সংকেত।
  • আপলোড তারিখঃ 11-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 38921 জন
সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্রের   জন্য বিপজ্জনক সংকেত : উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা ছবির ক্যাপশন: নুরুজ্জামান হীরা
ad728




স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেছেন, সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্র ও সুশাসনের জন্য বিপজ্জনক সংকেত। মনে রাখতে হবে, সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা কেবল ব্যক্তি নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি হামলা। এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জনসাধারণের ওপর অনিয়ম, জুলুম নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের নিরাপত্তা নাই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ'র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিপিজেএফ'র উপদেষ্টা ও আমাদের সময়ের সিনিয়র সহ-সম্পাদক মোহাম্মদ আখতারউজ্জামান, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, উজ্জ্বল ভূইয়া, জাকিয়া হোসেন, হাফিজ উদ্দিন, মাহমুদুল হাসান, রেজায়ে রাব্বি রেজা, মরিয়ম আক্তার মারিয়া, সুজন মাহমুদ প্রমূখ।    


তিনি আরও বলেন, অন্ধের দেশে যেমন আয়না বিক্রি করা যায় না তেমনি বিচার বিভাগের উপর মানুষের আস্তা না থাকায় কেউ বিচার চায় না, এটাও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন ১১৯ বার সাগর রুনির হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে এতে প্রমাণিত হয় বিচার বিভাগ স্বাধীন নয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।