ঢাকা | বঙ্গাব্দ

রুয়েটে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদকে থানায় সোপর্দ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 08-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12326 জন
রুয়েটে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক সাজ্জাদকে থানায় সোপর্দ। ছবির ক্যাপশন: শেখ সাজ্জাদ হোসাইন
ad728


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ ছাত্র  সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে সাধারণ  শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।


ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন সাজ্জাদ  তার বিরুদ্ধে ছাত্র সংগঠনের  ক্ষমতার অপব্যবহার করে হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই হামলার বৈধতা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।


শিক্ষার্থীদের সাজ্জাদের শাস্তির দাবি জানানোর পরও  একাধিকবার  ক্লাসে যোগ দেওয়ার চেষ্টা করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) তিনি আবার ক্লাসে উপস্থিত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। এ সময় শিক্ষার্থীদের চাপের মুখে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানায় সোপর্দ করে। পরে থানার একটি টিম ছাত্রকল্যাণ দপ্তর থেকে সাজ্জাদকে নিয়ে যায়।


উল্লেখ্য, সাজ্জাদসহ নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতাকে রুয়েটে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবে না এবং অভিযুক্তদের পাশাপাশি তাদের মদদদাতাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।