ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু’র দাফন সম্পন্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক সংসদ সদস্য ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান দয়াল এর জেষ্ঠ্য পুত্র ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এ্যাডভোকেট রুনা লায়লা'র স্বামী এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু (৫৫)’র দাফন সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • আপলোড তারিখঃ 11-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25243 জন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক  এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু’র দাফন সম্পন্ন ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728



মাইনুল হক মেনু স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক সংসদ সদস্য ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান দয়াল এর জেষ্ঠ্য পুত্র ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এ্যাডভোকেট রুনা লায়লা'র স্বামী এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু (৫৫)’র দাফন সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার জোহরের নামাজ শেষে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া সরকারী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে বাবার কবরের পাশেই তাঁকে দাফর করা হয়।    

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল হোসাইন, সিনিয়নর সহ-সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা জজ কোর্টেরপাবলিক প্রসিকিউটর (পিপি) এড. মোঃ জালাল উদ্দিন, সাবেক সহ-সাধারন সম্পাদক শহিদুজ্জামান কাকন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন সাবেরীসহ কটিয়াদী উপজেলা বিএনপি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "মরহুম এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু'র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত হয়েছি। একজন নীতিবান আইনজীবী, সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।" তিনি এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু'র রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশফাক আহমেদ জুন ও রুহুল আমীন আকিল ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত