ঢাকা | বঙ্গাব্দ

হোমিও চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষার্থীরা।
  • আপলোড তারিখঃ 30-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20292 জন
হোমিও চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন ছবির ক্যাপশন: মানববন্ধন
ad728



কবির হোসেন, আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি :

 হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষার্থীরা।

শনিবার (৩০ আগস্ট) সকালে কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে তারা এ মানববন্ধনের আয়োজন করে।


 এই কর্মসূচিতে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সুরক্ষা, দ্রুত কাউন্সিল গঠন এবং স্বাস্থ্যসেবায় বৈষম্য বন্ধের দাবি জানানো হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা তার নিজস্ব আইন, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ অনুযায়ী পরিচালিত হবে এবং কোনোভাবেই বিএমডিসি-এর আইন মেনে চলবে না। বক্তারা স্পষ্ট করে বলেন, বিএমডিসি তাদের কার্যপরিধি ও অধিকারের বাইরে গিয়ে এই অপপ্রচার চালাচ্ছে।


এই কর্মসূচিতে কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মনোয়ারা বেগম, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ডা. কেএম আসাদুজ্জামান আসাদ, কলেজের উপাধ্যক্ষ সমীর কুমার বালা এবং সহকারি অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র মল্লিক, ডা. প্রফুল্ল বালা, ডা. ইবাদত মুরাদ  উপস্থিত ছিলেন। এছাড়াও, শিক্ষক, চিকিৎসক এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সকল চিকিৎসকবৃন্দ এই কর্মসূচিতে যোগ দেন।


মানববন্ধনে বক্তারা দ্রুত একটি কার্যকর হোমিওপ্যাথি কাউন্সিল গঠনের দাবি জানান। তাদের মতে, সঠিক কাউন্সিল গঠিত হলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মর্যাদা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়ে বলেন, আইন প্রয়োগ এবং সম্মানজনক স্বীকৃতির মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হবে এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।





নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।