ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে ভয়াবহ আগুন: প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইলটফার্ম এলাকায় এক প্রবাসীর বাড়ি আগুনে পুড়ে গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 23-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9431 জন
পানছড়িতে ভয়াবহ আগুন: প্রবাসীর বসতঘর পুড়ে ছাই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


মোঃ সেলিম হোসেন (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইলটফার্ম এলাকায় এক প্রবাসীর বাড়ি আগুনে পুড়ে গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী)  সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

 এলাকাবাসী  ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,  রবিউল আলম ও তার স্ত্রী সালমা বেগম সৌদি প্রবাসী। সন্ধ্যায়  ঘরের কোনায় আগুন দেখে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে  আনে।

জানা যায়, আগুন লাগার সময় বাড়িতে কোন লোকজন ছিলো না। প্রবাসী রবিউলের বৃদ্ধ শাশুড়ী কাঞ্চন বিবি মেয়ের বাড়ীতে থাকতেন। গত দুইদিন  আগে তিনি তার আরেক বড় মেয়ের বাড়ীতে বেড়াতে যান এবং ঘটনার সময় তিনি বড় মেয়ের বাড়িতেই ছিলেন।

আগুনের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা  নিশ্চিত  করেন।

পানছড়ি  ফায়ার সার্ভিস ইনচার্জ  লিটন বৈষ্ণব জানান, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘন বসতি ও পানি সমস্যার কারনে একটু বেগ পেতে হয়েছে। প্রাথমিক ধারণা মতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হতে পারে। আগুনে প্রায়  ৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি  হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন