ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুরে গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ও আহতদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান।
শনিবার (২৯ মার্চ) বিকেলে বাজিতপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আহনাফ সাঈদ খান বলেন, “আমি আজ বাজিতপুরে মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি, যা এক সময় সম্ভব ছিল না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কারণে আমাকে বাড়িছাড়া হতে হয়েছিল, পরিবারকেও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আজ সেই ভয় কেটে গেছে, তবে একে রক্ষা করাই আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং জনগণের সুখ-দুঃখে পাশে থাকবে। আমরা চাই, এই রাজনৈতিক সম্প্রীতি বজায় থাকুক এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে এনসিপি কাজ করে যাক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মোহাম্মদ আলী, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন, বদরুল আলম শিপু, জিএস মীর জলিল, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার খান (সুমন খান) প্রমুখ।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনের বাজিতপুর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।