ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়

  • আপলোড তারিখঃ 24-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36852 জন
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

 মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ১১টি মামলায় ৬হাজার ৫০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম।

মঙ্গলবার বিকালে কটিয়াদী ভূমি অফিস সংলগ্ন হাইওয়ে রোডের পাশে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ২০১৮ সনের সড়ক ও পরিবহন আইনে ১১ মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মোঃ আতউর রহমান খান ও  সাংবাদিকসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনা রোধসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স বিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হেলমেট ও লাইসেন্স না থাকায় ১১টি মামলায় ১১জনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমান করে তা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল