ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের পাশে সাবেক এমপি নাসির উদ্দীন কালু

শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের পাশে দাড়িয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালু।
  • আপলোড তারিখঃ 22-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9853 জন
শরীয়তপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের পাশে সাবেক এমপি নাসির উদ্দীন কালু ছবির ক্যাপশন: অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের পাশে সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু।
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের পাশে দাড়িয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালু।

শনিবার (২২ ফেব্রুয়ারী)  দুপুরে সদর উপজেলার ডোমসার ইউনিয়নে দপ্তরী কান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে যান তিনি। এসময় তিনি প্রত্যেকটি পরিবারকে ঘড় তৈরির জন্য দুই বান্ডিল করে ঢেউটিন, পোষাক, দুই বস্তুা করে চাল, দুই কেজি ডালসহ রান্নার সকল উপকরণ দেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক এই সংসদ সদস্য।

এসময় সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, বিএনপি হচ্ছে মানবিক দল। বিএনপি প্রতিষ্ঠাই হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবাই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। বিএনপি সবসময় দূর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে ছিল, আছে ও থাকবে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, ডোমসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাদবর, ডোমসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক তপন খান, বিএনপির নেতা সনেট খান, আজিজুল হক বেপারী, ডোমসার ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মোঃ মতি খান ও ধলু খান, ডোমসার ইউনিয়নের কৃষকদলের সাবেক সভাপতি আবু বেপারী, যুবদলের নেতা আবু কালাম সওদাগর ও রাজ্জাক হাওলাদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী লোকজনের চিৎকারে স্থানীয় সবাই ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ১০টি বসতঘরসহ ৭টি রান্নাঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন