রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে খেয়া পারাপারের সময় মাঝ নদে নৌকা ডুবে ৩ জন শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় প্রায় ২ ঘন্টার পর একজন শিক্ষার্থী লাশ উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া নৌকায় ৯ শিক্ষার্থীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে ওঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়েছিল।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯ টার দিকে গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদে
নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে শাপলা আক্তার (১৪)-এর লাশ স্থানীয়রা জাল ফেলে উদ্ধার করে। শাপলা আক্তার পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মোঃ মাইনুদ্দিনের মেয়ে এবং ৯ম শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থী। নিখোঁজ অন্য দুই শিক্ষার্থী এখনও সন্ধান পাওয়া যায়নি। তবে গফরগাঁও ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারের জন্য উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, পাশ্ববর্তী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের খেয়াঘাট থেকে গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই দাখিল মাদ্রাসা এবং দত্তের বাজার ইউনিয়ন স্কুল এন্ড কলেজের যাওয়ার জন্য বাঁশিয়া নদীর ঘাটে আসতে শিক্ষার্থীরা নৌকায় উঠেছিলেন। নৌকা মাঝ নদীতে যাওয়ার পর ঢেউয়ে হঠাৎ ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৩ জন নিখোঁজ হন।
পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানিয়েছেন, এক ছাত্রী লাশ উদ্ধার করা হয়েছে। বাকী দুইজনের লাশ উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।