রেজাউল করিম সেলিম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম সদরে একটি বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভিতরে ঢুকে আবার স্টোর রুমের তালা ভেঙ্গে বিদ্যালয়ের পিতলের একটি ঘন্টা, একটি গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) গভীর রাতে অষ্টগ্রাম সদরে অবস্হিত আব্দুল আউয়াল প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর আগেও উক্ত বিদ্যালয় থেকে সৌর বিদ্যুতের ব্যাটারীসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। তারা জানায়, এখানে রাতের আঁধারে প্রায়ই নেশাখোরদের আড্ডা থাকে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছেন।
এলাকাবাসী জানান, শুধু এ বিদ্যালয়ে নয়, ইদানিং উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রায় প্রতিদিনই ঘটছে চুরির ঘটনা। এলাকার সাধারণ মানুষ আতংকে জীবন যাপন করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ না পেলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।