গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ রোভার স্কাউটের আয়োজনে গত বুধবার সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল দীক্ষা অনুষ্ঠান, আরএসএল দায়িত্ব অর্পণ ও দায়িত্ব গ্রহণ সংর্বধনায় অনুষ্ঠান।
অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।
কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ রোভার স্কাউটের আরএসএল ও প্রভাষক মো: রফিকুল ইসলাম (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ),
সহযোগী অধ্যাপক মো: মহিউদ্দিন (ইংরেজি বিভাগ), প্রভাষক আনিসুর রহমান (বাংলা বিভাগ) ও কলেজ রোভার স্কাউটস গ্রুপের রোভারবৃন্দ।
দিনব্যাপী রোভার কার্যক্রম ও রোভার সহচরদের দীক্ষা শেষে আলোচনা অনুষ্ঠানে বক্তারা রোভার স্কাউটস এর গুরুত্ব ও যুবক সমাজকে রোভারের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে আত্মিক ও সামাজিক উন্নয়নে অবদানের বিষয়েরও গুরুত্বারোপ করেন।