ঢাকা | বঙ্গাব্দ

সম্পর্ক

সম্পর্ক
  • আপলোড তারিখঃ 23-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 155835 জন
সম্পর্ক ছবির ক্যাপশন: কবি শামীম সরকার
ad728

সম্পর্ক

শামীম সরকার


সম্পর্ক নেই আগের মত স্বার্থ সবাই খোঁজে 

রক্তের সাথে বেইমানি  হয়‌ সম্পর্ক না বুঝে

টাকার সাথে সম্পর্ক কে করছে এখন ভাগ

টাকা ছাড়া সব সম্পর্কেই সবাই তুলে নাক 

মরলে সাথে যায়না টাকা থাকবে সবই পরে 

লাশটা তোমার ওই কবরে নিবে তারাই ধরে

ভাইয়ের সাথে সম্পর্ক নেই বইনের নেয়না খোঁজ

বউ আর সন্তান সবচে আপন 

মা-বাপ কাঁদছে রোজ

বন্ধুবান্ধব আত্মীয়জন  সবাই দেখে টাকা

টাকা থাকলে মূল্য আছে নাম পড়ে না ডাকা

মানুষ  থেকে স্নেহ মায়া  উঠে গেছে আজ 

মানুষ যারা অহংকার নেই করে সঠিক কাজ

জীবজন্তুরা দুঃখ বুঝে স্বার্থ নেই যে মনে 

তাদের মিলটা অনেক সুন্দর প্রিয়জনদের সনে

এই ভুবনে স্বার্থ খোঁজে লাভ হবে না ভাই

চাইতে হবে স্রষ্টার কাছে জান্নাত যেন পাই।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান