সম্পর্ক
শামীম সরকার
সম্পর্ক নেই আগের মত স্বার্থ সবাই খোঁজে
রক্তের সাথে বেইমানি হয় সম্পর্ক না বুঝে
টাকার সাথে সম্পর্ক কে করছে এখন ভাগ
টাকা ছাড়া সব সম্পর্কেই সবাই তুলে নাক
মরলে সাথে যায়না টাকা থাকবে সবই পরে
লাশটা তোমার ওই কবরে নিবে তারাই ধরে
ভাইয়ের সাথে সম্পর্ক নেই বইনের নেয়না খোঁজ
বউ আর সন্তান সবচে আপন
মা-বাপ কাঁদছে রোজ
বন্ধুবান্ধব আত্মীয়জন সবাই দেখে টাকা
টাকা থাকলে মূল্য আছে নাম পড়ে না ডাকা
মানুষ থেকে স্নেহ মায়া উঠে গেছে আজ
মানুষ যারা অহংকার নেই করে সঠিক কাজ
জীবজন্তুরা দুঃখ বুঝে স্বার্থ নেই যে মনে
তাদের মিলটা অনেক সুন্দর প্রিয়জনদের সনে
এই ভুবনে স্বার্থ খোঁজে লাভ হবে না ভাই
চাইতে হবে স্রষ্টার কাছে জান্নাত যেন পাই।