ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

চট্টগ্রাম মহানগরের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এহেছান (৪৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
  • আপলোড তারিখঃ 05-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15076 জন
লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু ছবির ক্যাপশন: লোডকরা ট্রাক
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এহেছান (৪৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।



আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় লোহাগাড়া থানার সামনেই আবাসিক ভবন হাশেম পার্কের গেটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এহেছানের মৃত্যু হয়।


নিহত এহেছানের বাড়ি কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলায়।তিনি চকরিয়ার পূর্ব ভেওলার শামসুল আলমের ছেলে।



জানা যায়, হাশেম পার্কের এক ভাড়াটিয়ার মালামাল একটি ট্রাকে লোড-আনলোড করছিল নিহত এহেছানসহ কয়েকজন। এসময় উপরে থাকা তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে তার সারা শরীর ঝলসে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ এ বিষয়ে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।