ঢাকা | বঙ্গাব্দ

‎পানিতে ডুবে মৃত্যু রোধে নবীনগরে র‍্যালি ও সাঁতার প্রশিক্ষণ

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও শিশুদের সাঁতার শেখানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 28-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6862 জন
‎পানিতে ডুবে মৃত্যু রোধে নবীনগরে র‍্যালি ও সাঁতার প্রশিক্ষণ ছবির ক্যাপশন: র‍্যালি ও সাঁতার প্রশিক্ষণ
ad728


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও শিশুদের সাঁতার শেখানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নারায়ণপুরের একটি পুকুরে ক্ষুদে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়।

‎নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (NPUUF), জনহপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট, CIPRB ও ব্লুমবার্গ ফিলানথ্রপিকস-এর সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশলয় সাহা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা।

‎আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা ইসিসিডি অফিসার ইকবাল হোসেন, মেহেদী হাসান খান, সুইমিং সুপারভাইজার নাদিম মাহমুদ, আমিরুল ইসলাম, সদর চাইল্ড কেয়ার সুপারভাইজার রুজিনাতুল হক, সলিমগঞ্জ ইউনিয়নের মহসিন হোসেন, রতনপুর ইউনিয়নের ঝুমা ইসলাম, কৃষ্ণনগরের মোজাম্মেল হক এবং বীরগাঁও ইউনিয়নের আবু রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎আয়োজকরা বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা ও সাঁতার শিক্ষা অত্যন্ত জরুরি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত