দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সুষ্ঠু নির্বাচন— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “দাবি না মানলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না—এমন বক্তব্য অগণতান্ত্রিক। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এখন জরুরি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ জনঅধিকার পার্টির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “গণতন্ত্রের বিকল্প কোনো চিন্তা জাতির জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনবে। সংস্কার প্রক্রিয়ায় যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা বাস্তবায়ন করতে হবে। আর যেখানে মতভেদ থাকবে, তা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে হবে।
বিএনপি অর্থনৈতিক গণতন্ত্রায়নের স্লোগানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, “অর্থনীতিকে কোনো একক গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া যাবে না। নারী, প্রবীণ, অবসরপ্রাপ্তসহ গ্রাম থেকে শহর পর্যন্ত সবাইকে সম্পৃক্ত করে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। নাগরিকদের আয় বাড়লে তারা ট্যাক্স দেবে এবং সেই ট্যাক্সের সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবিও তুলতে পারবে।