ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে কলাবাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় বাশাদ (২৪) নামের এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 01-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 68126 জন
কুলিয়ারচরে কলাবাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় বাশাদ (২৪) নামের এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।


নিহত বাশাদ একই এলাকার রং মিস্ত্রি আমডু মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, কলাবাগানে কাজ করার সময় মসজিদে যাওয়া ঝুলে থাকা জিআই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনি। তাকে বাঁচাতে গিয়ে তার মা হেলেনা আক্তারও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাশাদকে মৃত ঘোষণা করেন। মা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন।


কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


স্থানীয়দের মতে, ঝুলে থাকা বিদ্যুতের তারই এ দুর্ঘটনার মূল কারণ। তাঁরা ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত বৈদ্যুতিক লাইন সংস্কারের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩