ঢাকা | বঙ্গাব্দ

কসবায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ 11-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 75169 জন
কসবায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: কসবায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
ad728

অধ্যাপক শেখ কামাল উদ্দিন (কসবা প্রতিনিধি) 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় "মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউআরসি প্রশিক্ষক এ. এস. এম. ইকবাল, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা মাওলানা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  শাহাদৎ হোসেন, প্রধান শিক্ষক আবুল হাসনাত, শিক্ষক মাহমুদা সুলতানা, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম ও অভিভাবক প্রতিনিধি আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল