ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 02-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 99831 জন
অষ্টগ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: অষ্টগ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’
ad728

অষ্টগ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত


অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 


কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২জুন) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অষ্টগ্রাম এ ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ এর আয়োজন করে।



উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অভিজিৎ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলশাদ জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. নাফিস হায়াত, উপজেলা সমবায় অফিসার নাজমুল আলম ভূঁঞা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল আউয়াল ভূঁঞা, রূপালী ব্যাংক ম্যানেজার মোকাররম হোসেন মুরাদসহ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এ সময় পার্টনার  মাঠ স্কুলের (পিএফএস)  কৃষক-কৃষাণী, নন-পিএফএস কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি মসজিদের ইমাম ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেনর।

অনুষ্ঠানে বক্তারা পার্টনার প্রকল্পের পরিচিতি, লক্ষ্য ও  উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং  বাংলাদেশের খোরপোশ কৃষিকে বাণিজ্যিকীকরণ ও রপ্তানীমুখী করার লক্ষ্যে আধুনিক, উচ্চ ফলনশীল  ফসলের  জাত ও প্রযুক্তি সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, শস্যের বহুমুখীকরণ,  উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষিপণ্যের ভ্যালু চেইন কার্যক্রম জোরদারকরণ এবং  নারী ও তরুণ উদ্যোক্তা তৈরির উপর গুরুত্বারোপ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।