ঢাকা | বঙ্গাব্দ

ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন

পবিত্র ঈদ-উল-আযহার আনন্দকে আরোও অর্থবহ করতে আজ শনিবার(৭ জুন)বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর সফরসঙ্গী ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী।
  • আপলোড তারিখঃ 07-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 96329 জন
ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ad728



নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহার আনন্দকে আরোও অর্থবহ করতে আজ শনিবার(৭ জুন)বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর সফরসঙ্গী ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। 


এসময় আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ বাহিনীর ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনীর কর্মকর্তা,গার্ড ও অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন এবং ঈদের প্রীতিভোজে বাহিনীর সদস্যদের বিশেষ আয়োজনে অংশগ্রহণ করেন।


তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করেন এবং তাদের আত্মত্যাগ ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালে বাহিনীর মহাপরিচালক স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আনসার বাহিনীর সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। 



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।