ঢাকা | বঙ্গাব্দ

জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিতে শরীয়তপুরে আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত কারা মুক্তিতেশ রীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
  • আপলোড তারিখঃ 28-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 56103 জন
জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিতে শরীয়তপুরে আলোচনা সভা ও দোয়া ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত কারা মুক্তিতেশ রীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ মে) সন্ধ্যায় শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা খলীলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান।

এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরা উপজেলা শাখার উদ্যোগেও দোয়া অনুষ্ঠান করা হয়।


মাওলানা খলীলুর রহমান বলেন, দীর্ঘ ১৪ বছর আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম পতিত সরকারের ফরমায়েশি সাজা থেকে বেকসুর খালাস পাওয়ায় দোয়া ও আলোচনা সভা করেছি। সত্যের জয় হয়, এটাই প্রমাণিত হয়েছে। 

আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত