শরীয়তপুর প্রতিনিধি:
সম্প্রতি পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের নতুন কমিটি গঠন নিয়ে শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, শরীয়তপুর সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র দত্ত ও শরীয়তপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী সঞ্জয় কুমার দের বিরুদ্ধে একটি কুচক্রিমহল হীনস্বার্থ চরিতার্থ করার জন্য অসত্য কুরুচিপূর্ণ মন্তব্যের লিফলেট প্রচার করে।
এই লিফলেট প্রচারের ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।