মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্র্যাজেডি : স্বপ্নীল গণগ্রন্থাগারে মিলাদ ও দোয়া মাহফিল, শিক্ষিকা মেহরিন চৌধুরিকে জাতীয় বীর ঘোষণার দাবি
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে নিহত ও হতাহতের ঘটনায় কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) উপজেলার স্বপ্নীল গণগ্রন্থাগার মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনাকাঙ্খিত এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বপ্নীল গণগ্রন্থাগার পরিবার। উক্ত ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরির বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাঁকে জাতীয় বীর হিসেবে ঘোষণার দাবিও জানান তারা।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে নিহতদের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাস্তুল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি উবায়দুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান। এসময় গ্রন্থাগারের পাঠক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।