ঢাকা | বঙ্গাব্দ

গরু ও চামড়া পাচার রোধে বিজিবি প্রস্তুত: লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া

মৌলভীবাজারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  • আপলোড তারিখঃ 06-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 49285 জন
গরু ও চামড়া পাচার রোধে বিজিবি প্রস্তুত: লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলন
ad728


আনহার আলী,মৌলভীবাজার প্রতিনিধি::

মৌলভীবাজারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


শুক্রবার (৬ জুন) সকাল ১১টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।


তিনি বলেন, দেশে কোরবানির পশুর চাহিদা পূরণের মতো যথেষ্ট গবাদিপশু রয়েছে। ফলে পার্শ্ববর্তী দেশ থেকে গরু চোরাচালানের কোনো প্রয়োজন নেই। এ কারণে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি।

গরু চোরাচালান বন্ধের পাশাপাশি কোরবানির চামড়া পাচার ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ঈদের পরে সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকায় বিজিবি বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। কেউ পাচারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


ঈদ উপলক্ষে দেশের মানুষ যেনো নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামায়াতসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত।


তিনি আরও জানান, সম্প্রতি সীমান্ত এলাকায় ‘পুশইন’ ও অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। স্থানীয় জনগণকে সতর্ক করে বলা হয়েছে, বিজিবির অনুমতি ছাড়া যেনো কেউ সীমান্তের সন্নিকটে না যায়। বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক সভাও করা হচ্ছে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) উপ অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচলক ফিরোজ হোসেন প্রমুখ। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত