ঢাকা | বঙ্গাব্দ

মাছের সাথেও শক্রতা,পুকুরে বিষে দেওয়ায় মরলো ২৫ লাখ টাকার মাছ

চট্টগ্রামের মিরসরাইয়ে শত্রুতার বিষে মরলো ২৫ লাখ টাকার মাছ। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালীতে স্থানীয় ইউপি সদস্য রহিম উদ্দিন মুক্তারের মাছ চাষের দিঘীতে এই ঘটনা ঘটেছে।
  • আপলোড তারিখঃ 29-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 54609 জন
মাছের সাথেও শক্রতা,পুকুরে বিষে দেওয়ায় মরলো ২৫ লাখ টাকার মাছ ছবির ক্যাপশন: মৃত মাছ
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি :চট্টগ্রামের মিরসরাইয়ে শত্রুতার বিষে মরলো ২৫ লাখ টাকার মাছ। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালীতে স্থানীয় ইউপি সদস্য রহিম উদ্দিন মুক্তারের মাছ চাষের দিঘীতে এই ঘটনা ঘটেছে।


রহিম উদ্দিন মুক্তার জানান, আমি দীর্ঘ সময় প্রবাসে ছিলাম।দেশে ফিরে এলাকায় এক একর ৭০ শতক দিঘী বন্ধক নিয়ে রুই, পাঙাস, মৃগেল, ব্রিকেট, শিং, কার্প জাতীয় ও মিশ্র মাছ চাষ করে আসছি। বৃহস্পতিবার ভোর ৫টায় আমার বড় ভাই দিলদার কোম্পানী দেখে আসে দিঘীর সব মাছ ঠিক ছিল।একঘন্টা পর ৬টায় স্থানীয় আবুল কাশেম আমাকে ফোন করে জানান দিঘীর মাছগুলো মরে ভেসে উঠছে। দৌড়ে গিয়ে দেখি মরে সব মাছ ভাসছে। শত্রুতাবশত কে বা কারা বিষাক্ত বিষ ঢেলে দিয়েছে।


তিনি আরো জানান, দিঘীতে প্রায় ১৩ টন মাছ ছিল। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। খাদ্যের দোকানে টাকা বকেয়া, ১২ লাখ টাকা ব্যাংক ঋণ রয়েছে। কী ভাবে পরিশোধ করবো বুঝতে পারছিনা। আমার সব শেষ হয়ে গেছে।


এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মো. সেলিম জানান, ইছাখালীতে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি অবগত নই। তারপরও আমি খোঁজ খবর নিয়ে দেখছি। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত