ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি পিআর পদ্ধতি মানে না, এটা সম্ভবপর নয়, এই পদ্ধতিতে নির্বাচন হলে সরকার স্টেবল হবে না -সাবেক এমপি মুশফিকুর রহমান

পিআর পদ্ধতি বিএনপি মানে না, এটা সম্ভবপর নয়, কারণ পিআর পদ্ধতিতে সরকার গঠন করলে সরকার কোনদিন স্টেবল হবে না।
  • আপলোড তারিখঃ 24-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11074 জন
বিএনপি পিআর পদ্ধতি মানে না, এটা সম্ভবপর নয়, এই পদ্ধতিতে নির্বাচন হলে সরকার স্টেবল হবে না  -সাবেক এমপি মুশফিকুর রহমান ছবির ক্যাপশন: সাবেক এমপি মুশফিকুর রহমান
ad728



অধ্যাপক শেখ কামাল উদ্দিন,

পিআর পদ্ধতি বিএনপি মানে না, এটা সম্ভবপর নয়, কারণ পিআর পদ্ধতিতে সরকার গঠন করলে সরকার কোনদিন স্টেবল  হবে না। এই কারণেই আমরা পিআর প্রদ্ধতিতে নির্বাচন চাই না। আমরা সরাসরি প্রতিনিধিত্বমূলক নির্বাচন চাই।  আমরা পাস করলে ক্ষমতায় আসব, না হয় যারা পাস করবে তারাই ক্ষমতায় আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা কর্মসূচী বাস্তাবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলা সুপার মার্কেট চত্ত্বরে লিফলেট বিতরণ ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সচিব, সাবেক সংসদ সদস্য ও বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান। 


নির্বাচন প্রসঙ্গে মুশফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন বানচাল করতে পারবে না। হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। তবে নির্বাচন ইনশাআল্লাহ হবেই। তিনি বলেন, বেকার সমস্যা, ব্যাংকের অবস্থা ও আর্থিক অবস্থা ভাল নয়। অন্তবর্তী সরকার এগুলো সামাল দিতে পারছে না। এগুলো সুষ্ঠু সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার ছাড়া আমাদের সমস্যা মিটবে না। 


তিনি আরও বলেন, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতি  বিএনপিরই প্রস্তাব ছিল। তারা নতুন করে এখন প্রস্তাব এনেছে। আমরা চাই নির্বাচিত প্রতিনিধিরাই উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন করবে। 


মুশফিকুর রহমান ভারতকে ইঙ্গিত করে বলেন, পার্শ্ববর্তী একটি বড় দেশ আছে তারা আমাদের মঙ্গল চায় না। আমাদের মঙ্গল আমাদেরকেই করতে হবে। আর সেই মঙ্গল আসবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। 


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা পৌরসভার সাবেক মেয়র ও কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল,  কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ রতন, মো. জসিম উদ্দিন। 


মুশফিকুর রহমান কসবা নির্বাচনী এলাকায় আগমনকে কেন্দ্র করে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে বাধ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়। এতে কর্মী সমর্থকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল