ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা বিতরণ

  • আপলোড তারিখঃ 27-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23733 জন
পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা বিতরণ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পানছড়ি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন। এসময় তিনি অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর খোঁজখবরও নেন।
অনুদান হিসেবে ৯ জন অসহায়কে নগদ ৩১ হাজার টাকা, ১৪ জনকে ১৯ বান টিন, ৫ জনকে ৫টি সেলাই মেশিন এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি চেয়ার, ২টি হোয়াইট বোর্ড ও ২টি টেবিল প্রদান করা হয়। এসব আর্থিক সহায়তা ও সামগ্রীর মোট মূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বিজিবি কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।