ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 12-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 115660 জন
গফরগাঁওয়ে ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন: বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিল
ad728


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে মশাখালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে শিলা বাজারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ -১০ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ আল ফাতাহ্ খান।

মশাখালী ইউনিয়ন বিএনপির নেতা শাহনাজ বাচ্চু'র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, আমির উদ্দিন পালোয়ান, মোঃ আব্দুল মালেক, বিএনপি নেতা ফজলুল হক মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ও পাগলা থানা কৃষক দলের আহবায়ক দীন ইসলামসহ আরো অনেকেই প্রমুখ।

ইফতার পূর্ব মতবিনিময় সভায় এ্যাডঃ আল ফাতাহ্ খান বলেন, "আমরা শেখ হাসিনার সরকারকে বিদায় করেছি, কিন্তু এখনো চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে পারিনি। দেশনায়ক তারেক রহমান এখনও বাংলাদেশে ফিরতে পারেননি।" তিনি বলেন, "বর্তমান সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতি হচ্ছে। তিনি আরও বলেন, "যতদিন পর্যন্ত বিএনপি সরকার গঠন না করবে, ততদিন পর্যন্ত দেশে শান্তি ফিরবে না।"


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল