অষ্টগ্রাম(কিশোরগন্জ)প্রতিনিধি,
কিশোরগন্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ আগষ্ট রোজ রবিবার আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের অন্তর্গত কাদিরপুর নোয়াগাঁও সাখিনস্থ শিবলী মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করে অষ্টগ্রাম থানা পুলিশ।
অভিযানে ৬ জন মাদকসেবী ও ব্যবসায়িকে গ্রেফতার এবং তাদের কাছথেকে মোট ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিক ইয়াবা ব্যবসায়ি শিবলী মিয়াকে গ্রেফতার করতে পারেনি।
গ্রেফতারকৃতরা হলেন, জাকির হোসেন (৪০),পিতা মৃত ইদ্রিস মিয়া গ্রাম- কদমচাল,মোবারক (৪০),পিতা মৃত সাইফুল ইসলাম গ্রাম-খয়েরপুর, আব্দুল মতিন (৬৫),পিতা কাচন মিয়া। আবিদ মিয়া(৪৬),পিতা আব্দুর রহমান,গ্রাম-টুপিয়াজুড়ি। রাজিব মিয়া(৪৩), পিতা নবি মিয়া,গ্রাম-নজরপুর,থানা বানিয়াচং। জামাল মিয়া(৪৮), পিতা মৃত হাসান আলী,গ্রাম-রসুলপুর বোয়ালিয়া বাড়ি,থানা আজমেরীগন্জ,জেলা হবিগন্জ।
আবদুল্লাহপুর পুলিশ ক্যাম্পের এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে অষ্টগ্রাম থানার পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়।
এ বিষয়ে অষ্টগাম থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন জানান, ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং ১৪,তাং-২৫/০৮/২০২৫)রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের সোমবার সকালে কিশোরগন্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আর ও জানান মাদক বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া যা অব্যাহত থাকবে।