ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে তরুণী নিখোঁজ,২ মাসেও সন্ধান মিলেনি

নওগাঁর সাপাহার উপজেলার কোচকুড়লিয়া গ্রাম থেকে লিলিপা উড়াও (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। তিনি ওই গ্রামের রতন উড়াও ও সনচারী উড়াও দম্পতির কন্যা।
  • আপলোড তারিখঃ 04-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 148712 জন
সাপাহারে তরুণী নিখোঁজ,২ মাসেও সন্ধান মিলেনি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহার উপজেলার কোচকুড়লিয়া গ্রাম থেকে লিলিপা উড়াও (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। তিনি ওই গ্রামের রতন উড়াও ও সনচারী উড়াও দম্পতির কন্যা।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে লিলিপা নিজ বাড়ি থেকে সাপাহার বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা।


লিলিপার মা সনচারী উড়াও জানান, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করা হলেও মেয়ের কোনো হদিস মেলেনি। এ পরিস্থিতিতে গত।৯ এপ্রিল সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।


এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আজিজ জানান, নিখোঁজ তরুণীকে উদ্ধারে  আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

কেউ যদি লিলিপা উড়াও-এর কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা এই নম্বারে (01786466890) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ