ঢাকা | বঙ্গাব্দ

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

  • আপলোড তারিখঃ 17-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15832 জন
পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

এনামুল হক (পঞ্চগড় জেলা প্রতিনিধি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা যুবদলের নেতাকর্মীরা।
‎আজ বৃহস্পতিবার ( ১৭ জুলাই)বিকেলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
‎এসময় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন হোসেন আজাদ, আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রউস উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ যুবদলের জেলা-উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য দেন।
‎এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, এক-দুটি সংগঠন আছে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তারা মুখে লাগাম দেন বলছি। যারা বক্তব্য দেন তাদের বাড়িঘর চিনি। বক্তব্য শালীনভাবে দিবেন না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলব।
‎এর আগে জেলার উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে যোগ দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত