মোঃ আবু রায়হান, অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ বয়লার পরিচালক কল্যাণ এসোসিয়েশনের চট্রগ্রাম মিরেশ্বরাই শাখার উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ বয়লার পরিচালক কল্যাণ এসোসিয়েশন গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ মডেল ব্রয়লার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোঃ রহিদুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এমডি আকরামুল হক সেলিম। উক্ত মিলনমেলায় কেন্দ্রীয় কমিটিসহ গাজীপুর জেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।