ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে জমিয়তের গণসমাবেশে - জুলাই ও শাপলা গণহত্যার বিচার, চুক্তি বাতিল ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি

  • আপলোড তারিখঃ 28-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21761 জন
কিশোরগঞ্জে জমিয়তের গণসমাবেশে - জুলাই ও শাপলা গণহত্যার বিচার, চুক্তি বাতিল ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
কিশোরগঞ্জ প্রতিনিধি ॥
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণসমাবেশে বক্তারা জুলাই ও শাপলা গণহত্যার বিচার, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জোর দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া
সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদুল্লাহ জামী। এছাড়া জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, জনগণের অধিকার আদায় ও গণমানুষের মুক্তির জন্য জমিয়তের সংগ্রাম অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।