স্টাফ রিপোর্টারঃ:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাপাহার উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মোঃ আতাউর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে।
২৯ মে সাপাহার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাংগঠনিক সম্পাদক-১ মোঃ আব্দুল্লাহ্ আনছারী এবং সাংগঠনিক সম্পাদক-২ মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৫ মে মোঃ আতাউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি ২৭ মে তার লিখিত জবাব দাখিল করেন। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
এছাড়াও দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কেউ তার সঙ্গে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না হন।
বিষয়টি নিশ্চিত করে সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) বলেন, “দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। দলের শৃঙ্খলা রক্ষায় এমন সিদ্ধান্ত অপরিহার্য হয়ে পড়ে।”