ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 29-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20112 জন
নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন: নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
ad728


মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।


শনিবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। উদ্বোধন করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ হোসেন শান্তি।


সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম, গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উপদেষ্টা ও সিটিভির সিইও রবিন সাইফ ও নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল।


এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক আবু ইউসুফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিবি নিউজের সম্পাদক মাহাবুব মোর্শেদ, নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, নবীনগর প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।


উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু সুফিয়ান, সাংবাদিক ফরিদ আহমেদ, সাংবাদিক ইকরাম হোসেন, সাংবাদিক সোহেল খানসহ আরো অনেকে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়িয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতা জসিমের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা