ঢাকা | বঙ্গাব্দ

ইসলামী গণতান্ত্রিক পার্টির সভায়- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ - এডঃ নূরুল ইসলাম খান

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা, যেখানে নীতি নির্ধারণ বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকে।
  • আপলোড তারিখঃ 15-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5779 জন
ইসলামী গণতান্ত্রিক পার্টির সভায়-  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ - এডঃ নূরুল ইসলাম খান ছবির ক্যাপশন: এড. নূরুল ইসলাম খান
ad728



স্টাফ রিপোর্টার/ রফিকুল ইসলাম খানঃ

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা, যেখানে নীতি নির্ধারণ বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকে।

গণতন্ত্রে আইন প্রণয়ণের ক্ষেত্রে সব নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ থাকে, যা প্রয়োগ হয় নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। এক কথায় বলতে গেলে গণতন্ত্র হচ্ছে জনগণের  শাসন। বর্তমানে এদেশে এখন গণতান্ত্রিক সরকার নেই। বর্তমান সরকার বিশেষ পরিস্থিতিতে গঠিত একটি অন্তবর্তীকালীন সরকার। তাই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সরকার গঠন হতে হবে। দেশে বিদ্যমান ক্রান্তিকাল পার করতে হলে এখন গণতন্ত্রে উত্তরণের একটিই পথ, তাহলো, একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান।

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কখনোই সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর মানুষের সেই আকাংখা পূরণ  হয়নি। এজন্য স্বাধীনতা উত্তর বিগত ৫৪ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা সকল শাসক দল ও গোষ্ঠী দায়ী।

প্রতিটি শাসক গোষ্ঠী রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে নিজেদের হীন স্বার্থে ব্যবহার করেছে, বিরোধীদের দমন করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ আজ এর অবসান চায়। দেশে আইনের শাসন ও গণতন্ত্রের সঠিক বাস্তবায়ন চায়। 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক,  প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য জগদীশ সরকার, প্রেসিডিয়াম সদস্য মোঃ মামুন পারভেজ ও যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম প্রমূখ ।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।